Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩২, মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫

আক্কেলপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

মওদুদ আহম্মেদ, আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ২২ জুন ২০২৩

প্রিন্ট:

আক্কেলপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

ছবি: বহুমাত্রিক.কম

জয়পুরহাটের আক্কেলপুরে মাছের সাথে শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রুকিন্দিপুর আমেজ উদ্দিন মন্ডলপাড়ার আমিনুর রহমান ছোয়াতের পুকুরে।

পুকুরের মালিক ছোয়াত বলেন, বেশ কিছুদিন আগে ওই পুকুরে তিনি রুই, কাতলা মৃগেলসহ দেশী পোনা মাছ মজুত করেন। গতকাল বুধবার গভীর রাতে প্রতিবেশিরা শত্রুতামূলক পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে।

সকালে পুকুরে মাছ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা তাকে খবর দেয়। সরেজমিনে পুকুরে গিয়ে দেখাগেছে পুকুরের সব মাছ মরে ভেসে আছে। গ্রামের সব মানুষ এই অবস্থা দেখে আফসোস করতে থাকে। 

এ বিষয়ে পুকুরের মালিক ছোয়াত আরো জানান, তার পুকুরে প্রায় লাখ টাকার মাছ মজুত ছিল যা বর্ষা আসলে বড় পুকুরে ছাড়া হতো। মাছ নিধনের বিষয়ে প্রতিবেশি মোজাফ্ফর হোসেন, মোস্তাক সহ কয়েকজনের নামে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables