Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

চিত্রপরিচালক মতিউর রহমান পানু আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ২৫ মার্চ ২০২০

প্রিন্ট:

চিত্রপরিচালক মতিউর রহমান পানু আর নেই

ঢাকা : চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মতিউর রহমান পানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার দিনগত ১১টা ২০ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে চলচ্চিত্র নির্মাতা কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, পানু ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সুপারহিট বহু সিনেমা আমাদের উপহার দিয়েছেন। আমি তার মাগফেরাত কামনা করি।

২০০২ সালে সুপারহিট সিনেমা ‘মনে মাঝে তুমি’ নির্মাণের মাধ্যমে নন্দিত হয়েছিলেন মতিউর রহমান পানু। এছাড়াও তার নির্মিত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘বেদের মেয়ে জোসনা’, ‘মোল্লা বাড়ির বউ’ ইত্যাদি।

সহকারী পরিচালক হিসেবে ১৯৬৪ সালে কাজ শুরু করেন পানু। ১৯৭৯ সালে ‘হারানো মানিক’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটান তিনি। তারপর নির্মাণ করে যান একের পর এক দর্শিত নন্দিত চলচ্চিত্র।