Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

রবিবার ছবিতে একসঙ্গে জয়া-প্রসেনজিৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১০ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

রবিবার ছবিতে একসঙ্গে জয়া-প্রসেনজিৎ

ঢাকা : চলতে শুরু করেছে ট্রেন। প্ল্যাটফর্মে বসে আছেন জয়া আহসান। ভালো নেই প্রসেনজিৎ। দু’জনের টানটান উত্তেজনা। এমন সব দৃশ্য নিয়ে রোববার প্রকাশ পেয়েছে অতনু ঘোষের নতুন ছবি ‘রবিবার’ এর টিজার।রবিবারে মিশে আছে ঘৃণা, প্রেম আর প্রতারণা! সেই ঘৃণা প্রেম প্রতারণার কাণ্ডারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান।

রবিবার ছবিতে মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। প্রসেনজিতের চরিত্রের নাম অমিতাভ এবং জয়ার চরিত্রের নাম সায়নী।মাত্র কয়েক সেকেন্ড টিজারটির দৈর্ঘ্য। তার মধ্যেই জয়া-প্রসেনজিতের নিখুঁত অভিনয়ের ঝলক আপনার অ্যাড্রিনালিন রাশ বাড়াতে বাধ্য।

এর আগে জয়া-প্রসেনজিৎ দু’জনেই কাজ করেছেন পরিচালক অতনু ঘোষের সঙ্গে। অতনু পরিচালিত ‘বিনিসুতো’-য় ঋত্বিকের বিপরীতে কাজ করেছেন জয়া। আবার ‘ময়ূরাক্ষী’তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল প্রসেনজিৎকে।

সেই ছবিও পরিচালনার দায়িত্বে ছিলেন অতনু ঘোষ। বড় পর্দায় জয়া-প্রসেনজিৎ ম্যাজিক দেখতে অপেক্ষা করতে হবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।