Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২ ১৪৩২, শনিবার ১৯ জুলাই ২০২৫

লিয়াকত আলী লাকীকে অভিনয়শিল্পী সংঘ থেকে অব্যাহতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

লিয়াকত আলী লাকীকে অভিনয়শিল্পী সংঘ থেকে অব্যাহতি

ফাইল ছবি

শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সম্প্রতি কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ছিলেন লিয়াকত আলী লাকী। 

লাকীকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী।