Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

পুরস্কার জিতেছে চঞ্চল অভিনীত ‘পদাতিক’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ৪ জুন ২০২৪

প্রিন্ট:

পুরস্কার জিতেছে চঞ্চল অভিনীত ‘পদাতিক’

ফাইল ছবি

সুখবর জানিয়েছেন দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি তার সোশ্যাল মিডিয়ায় সোমবার বিকেলে একটি স্ট্যাটাসে জানিয়েছেন তার অভিনীত ‘পদাতিক’ সিনেমাটি নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রিনপ্লে পুরস্কার লাভ করেছে।

চঞ্চল চৌধুরী তার স্ট্যাটাসে লেখেন, “সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ত্রিনপ্লে পুরস্কার জিতেছে। অভিনন্দন ‘পদাতিক’ টিমের সবাইকে”।

এ পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “দর্শকের ভালো হোক অথবা কোনো পুরস্কার হোক সবটাই আনন্দের। আমার অভিনীত ‘পদাতিক’ ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রিনপ্লে পুরস্কার লাভ করায় আমি ভীষণ আনন্দিত।”

চঞ্চল তার ফেসবুকে এ সুখবরটি দেওয়ার পর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ও অভিনন্দনে ভাসছেন। পাশাপাশি তার সহকর্মী ও নির্মাতারাও তাকে অভিনন্দন জানাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান প্রমুখ।

Walton
Walton