Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৭:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে সোহরাব হোসাইনকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত পিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।

সোহরাব হোসাইন চাকরি জীবনে বিসিএস প্রশাসন একাডেমিক রেক্টরসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালন করেছেন।বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের মেয়াদ আগামী শুক্রবার শেষ হচ্ছে।

মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত অবস্থায় অবসরে যান।