Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনও পিছিয়ে গেল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

চাকসু নির্বাচনও পিছিয়ে গেল

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।সোমবার দুপুরে নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

তিনি বলেন, গতকাল প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অভিযোগ ওঠে যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচারণার জন্য মাত্র চার দিন সময় পাওয়া যাচ্ছে। তাই আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এক দিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তপশিলের অন্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।আজ দুপুর দুইটা পর্যন্ত সাতজন প্রার্থী ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান তিনি

এর আগে গতকাল কমপ্লিট শাটডাউন, ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘটনায় উত্তেজনা-অস্থিরতার পর পূজার ছুটির কারণে ও ছাত্রদলসহ ৫ প্যানেলের দাবিতে পিছিয়ে দেওয়া হয় রাকসু নির্বাচন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables