
আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা।
ডাকসু ভোটকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন দুই ভিপি প্রার্থী ছাত্রদলের আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। বুধবার রাতে পৃথক পেষবুক স্ট্যাটাসে ভোটের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন তারা।
এর আগে মঙ্গলবার রাতে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে টিএসসিতে সংবাদ সম্মেলন করেন এই দুই প্রার্থী।
ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’
এর আগে রাতে তিনি ভোট গণনায় কারচুপি হচ্ছে অভিযোগ তুলে টিএসসিতে বলেন, ‘যে ভোটের বাক্সগুলোকে খালি বলা হয়েছিল। পরে গণনার সময় দেখা গেছে সেগুলোতে ব্যালট ভর্তি। এই নির্বাচন কারচুপিতে হাসিনা নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।’
ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’