
ছবি: সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলা থেকে হামাসের সিনিয়র নেতারা বেঁচে গেছেন বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি। আল জাজিরার প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়, সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে একাধিকবার নিশ্চিত করেছেন যে, হামাসের জ্যেষ্ঠ নেতারা কেউ মারা যাননি, তারা স্বাভাবিক আছেন।
তিনি বলেন, 'এই হামলা প্রাথমিকভাবে হামাস ও কাতারকে লক্ষ্য করে হলেও, এটি সকল আরব, মুসলিম ও সারা বিশ্বের মুক্ত মানুষের ওপর আগ্রাসন। গাজা যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনাকারীদের হত্যার চেষ্টা- মুক্ত বিশ্বকে অবশ্যই এই জঘন্য অপরাধ প্রত্যাখ্যান করতে হবে।
এর আগে, দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। আল জাজিরা জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে 'অপরাধমূলক হামলা' বলে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক সব আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি।
আইডিএফ বলেছে, “ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী, এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।”
হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, দোহায় তাদের বৈঠকের সময় হামাসের আলোচক প্রতিনিধিদলকে লক্ষ্যবস্তু করে হামলা করা হয়।