
ছবি- সংগৃহীত
২০৪১ সালে উন্নত দেশ গড়তে সরকার স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে দক্ষতার সাথে কাজ করছে এই বাহিনী। সুনীল অর্থনীতির লক্ষ্যে কোর্স্টগার্ডকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ১৯৭৫ পরবর্তীতে যারা ক্ষমতায় ছিলো, সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠায় তাদের কোনো আগ্রহ ছিলো না।
বৈশ্বিক প্রেক্ষাপটে সবাইকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।