Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

খুলনায় খাদ্য পরিদর্শক অপহরণ : পাঁচ ঘণ্টা পর উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৫, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ০৯:২০, ১৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

খুলনায় খাদ্য পরিদর্শক অপহরণ : পাঁচ ঘণ্টা পর উদ্ধার

ছবি- সংগৃহীত

খুলনার চার নম্বর ঘাট এলাকা থেকে অপহরণের শিকার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের প্রায় পাঁচ ঘণ্টা পর রোববার রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং রাতেই ভুক্তভোগী কর্মকর্তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

তবে পুলিশ অপহরণকারীদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তদের শনাক্তে এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুশান্ত কুমার মজুমদারকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক একটি ট্রলারে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তার স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে তিনি জানান, বাবু মন্ডল নামের ব্যক্তি আগেও তার স্বামীর কাছে টাকা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকার করায় বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন তিনি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় কয়েকজন ব্যক্তি খাদ্য কর্মকর্তাকে জোর করে ট্রলারে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।