Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

পাহাড়ধস: পাঁচ দিন পর মীরসরাই-ফটিকছড়ি সড়ক যোগাযোগ চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

পাহাড়ধস: পাঁচ দিন পর মীরসরাই-ফটিকছড়ি সড়ক যোগাযোগ চালু

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই-নারায়ণহাট-ফটিকছড়ি উপজেলার অভ্যন্তরীণ সড়কে টানা বৃষ্টিতে পাহাড়ধসের কারণে ৫ দিন বন্ধ থাকার পর সংস্কার শেষে যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়। ১৩ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কের ওপর পড়ে থাকা পাহাড়ের মাটি সরানোর কাজ করেন সড়ক ও জনপথ বিভাগের লোকজন।

জানা গেছে, মীরসরাই-নারায়ণহাট-ফটিকছড়ি অভ্যন্তরীণ সড়কের ঝরঝরি মাজারসংলগ্ন চার রাস্তার কোপ এলাকায় পাহাড়ধসে সড়কের ওপর মাটি পড়ায় সড়কটিতে গত ৫ দিন ধরে বন্ধ ছিল যান চলাচল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর রবিবার সকালে সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে মাটি সরানোর কাজ শুরু করেন। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, মালবাহী বিভিন্ন গাড়িসহ প্রায় পাঁচ শতাধিক গাড়ি চলাচল করে। এখানে পাহাড়ের বেশকিছু এলাকায় লেবু চাষ হয়। এখানকার লেবু চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ দেশের নানা প্রান্তে বিক্রির জন্য নেওয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, ‘টানা বৃষ্টির কারণে মীরসরাই-নারায়ণহাট-ফটিকছড়ি অভ্যন্তরীণ সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটে। বৃষ্টির জন্য আমরা এস্কেভেটর নিয়ে কাজ করতে পারিনি। রবিবার সকালে সড়কের ওপর জমে থাকা মাটি সরানোর কাজ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। সন্ধ্যা থেকে সড়কটি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’