Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু : নিখোঁজ ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ৮ জুলাই ২০২৫

প্রিন্ট:

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু : নিখোঁজ ২

ছবি- সংগৃহীত

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে কে এম সাদমান রহমান সাবাব (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত সাবাব ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

নিখোঁজরা হলেন, বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, আজ সকালে পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে আসেন। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা হিমছড়ি সৈকতে যায়। এর মধ্যে দুজন বাঁধের উপরে বসেছিল এবং অপর তিনজন বাঁধের নিচে গোসলে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়।এর মধ্যে সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছে।

বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে জানিয়ে আপেল মাহমুদ বলেন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

জানতে চাইলে কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি, ঘটনাস্থলে যাচ্ছি। পরে ঘটনার বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল রাতে প্রথম বর্ষের তিন শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গেছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কক্সবাজারের পথে রওনা হয়েছে।’