Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে ১২ তুর্কি সেনা নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ৭ জুলাই ২০২৫

প্রিন্ট:

ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে ১২ তুর্কি সেনা নিহত

ফাইল ছবি

ইরাকের দক্ষিণাঞ্চলে একটি গুহায় অনুসন্ধান অভিযানের সময় মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন ১২ তুর্কি সেনা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, এমন এক সংবেদনশীল সময় ওই দুর্ঘটনা ঘটলো যখন কুর্দিদের সঙ্গে সংঘাতের অবসানে আলোচনা শুরু করেছে তুরস্ক।

এর আগে দশক ধরে চলা সশস্ত্র সংগ্রামের অবসানে সম্মতি দিয়েছে পিকেকে গোষ্ঠী। ১৯৮৪ সালে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ হাজার মানুষ। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সেনারা ২০২২ সালের মে মাসে কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত হওয়া এক তুর্কি সেনার দেহাবশেষের সন্ধানে ওই গুহায় যান।

রোববার মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ওই গুহায় আগে হাসপাতাল ছিলো। সেখানে উদ্ধার অভিযান পরিচালনার সময় মিথেন গ্যাসে আক্রান্ত হন আমাদের সেনারা। তবে গুহায় মিথেন গ্যাস কিভাবে এলো সে বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি। এছাড়া বাকি সাত সেনার অবস্থা সম্পর্কেও কিছু জানানো হয়নি।

২০২২ সালে কুর্দি পিকেকে গোষ্ঠী নির্মূলে অপারেশন ‘ক্ল লক’ পরিচালনা করে তুরস্কের সেনারা। যা চার মাস স্থায়ী হয়। রোববার পিকেকে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ওকালানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুর্দিপন্থী ডিএই দলের এক প্রতিনিধিদল। ওই সময় নিহতদের প্রতি সমবেদনা জানান তিনি। ওই ঘটনায় সমবেদনা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ওই প্রতিনিধি দল।