Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩২, বুধবার ৩০ এপ্রিল ২০২৫

গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় হাজির বাবা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ৩০ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় হাজির বাবা

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক বাবা। মঙ্গলবার নিহত মো. আনোয়ার হোসেন (২৮) শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী তার ছেলে আনোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। এ ঘটনার পরই বাবা মোহাম্মদ আলী শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার বিষয়টি স্বীকার করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, আসামি নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer