Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩২, বুধবার ৩০ এপ্রিল ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ২৮ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ফাইল ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার রাতে ও সোমবার ভোরে ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, রোববার মধ্যরাতে ব্যাংক টাউন এলাকায় সড়ক পারাপারের সময় হৃদয় চন্দ্র দাশ ও অর্চনা রানী নামে দুইজনকে একটি দ্রুতগতির প্রাইভেটকার চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে সোমবার ভোরে গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের হেলপার আনোয়ারুল ইসলাম ছিটকে সড়কে পড়ে গিয়ে মারা যান।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সাভার হাইওয়ে পুলিশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer