Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ : গুরুতর আহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২০ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ : গুরুতর আহত ২

ফাইল ছবি

চট্টগ্রামের বায়েজিদে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

রোববার ভোর ছয়টায় নগরের আতরের ডিপো এলাকায় এই ঘটনা ঘটে।বায়েজিদ বোস্তামী থানার ডিউটি অফিসার এসআই হালিমা আক্তার কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এসআই হালিমা বলেন, ভোর ৬টায় এই ঘটনা ঘটেছে বলে জানতে পারি। এখন পর্যন্ত আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। তবে তারা কোথায় আছেন সে ব্যাপারে জানা যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে।

Walton
Walton