Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

চট্টগ্রামে কারখানার আগুন নিয়ন্ত্রণে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ৩০ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

চট্টগ্রামে কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

চট্টগ্রামের খুলশীতে এক ঘণ্টার চেষ্টায় সজিব জুস ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে।বুধবার সকালে কারখানাটির উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি বলেন, ভোর ৪টার দিকে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পান তারা। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।