ছবি- সংগৃহীত
ছাত্র আন্দোলনের নামে জামায়াত- বিএনপি তাণ্ডবে ময়মনসিংহে ব্যাপক ভাঙচুর ও অগ্নি সংযোগে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত শান্তি সমাবেশ মহানগর আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত এমপির নেতৃত্বে বিশাল শান্তির মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি এতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেন।