Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১০ ১৪৩১, শনিবার ২৫ মে ২০২৪

বিকট শব্দে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ : আহত ৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৩, ১৬ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

বিকট শব্দে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ : আহত ৫

ছবি- সংগৃহীত

ঢাকার সাভারে বিকট শব্দে একটি কাপড়ের দোকানের এসি বিস্ফোরণের ঘটনায় দুজন দগ্ধসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে সাভারের গেন্ডা এলাকায় আদ্রিতা ফেব্রিকস্ এন্ড টেইলার্সে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে দোকানের কাচ ভেঙে ও বিভিন্নভাবে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

প্রত্যাক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করে রাত ৯টার দিকে এসি বিস্ফোরিত হলে পাশের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। একটি দোকানের টিনের চালা উড়ে যায়। এতে আদ্রিতা ফেব্রিকসের মালিক ইউসুফ ও তার বন্ধু নাহিদ দগ্ধ হন। সড়কে পথচারীদের মধ্যে দুজন গুরুতর আহত হন। এরা উভয়ে স্বামী স্ত্রী। আরও একজন পথচারী আহত হয়েছেন।

এসি বিস্ফোরণে আহতরা জানান, রাতে বিকট শব্দে টেইলার্সের এসি বিস্ফোরিত হয়। এ সময় টেইলার্সের ভেতরে থাকা তিনজন এবং বাইরের পথচারীসহ অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে দুজন দগ্ধ ও তিনজন বিভিন্নভাবে আহত হয়েছেন।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। গুরুতর দগ্ধ দুজনকে শেখ হাসিনা প্লাস্টিক এন্ড বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer