Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ৯ জুলাই ২০২৩

প্রিন্ট:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

-প্রতীকী ছবি

জধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১১ হাজার ৩৬৬ ইয়াবা, ৮ কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৪০৮.৩ গ্রাম ৯৫ পুরিয়া হেরোইন ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer