Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৮ জুলাই ২০২৩

প্রিন্ট:

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

-প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবার নাম মজিবর।শনিবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টায় মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরেক শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।তার সহকর্মী মনির হোসেন জানান, ভোরে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে ভারি মেশিন নামানো হচ্ছিলো।

এসময় মেশিনটি ধরেছিলেন শাহীনসহ আরো এক শ্রমিক। তখন পাশের বিদ্যুতের তারের সাথে ক্রেনের সংস্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা দুজন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে শাহীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer