Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

চিত্রশিল্পী আবু তাহের মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ১৯ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

চিত্রশিল্পী আবু তাহের মারা গেছেন

একুশে পদকজয়ী চিত্রশিল্পী আবু তাহের (৮৭) মারা গেছেন। শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মো. আবু তাহের চিত্রশিল্পী আবু তাহের দীর্ঘ দিন মস্তিষ্ক ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

শনিবার বাদ জোহর বারিধারা ডিওএইচএস জামে মসজিদে আবু তাহেরের জানাজা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

আবু তাহেরের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৬৩ সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ ডিগ্রি নেন। শিল্পকলায় অবদানের জন্য একুশে পদকসহ বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন তিনি।

শিল্পী আবু তাহেরের সর্বশেষ প্রদর্শনী হয়েছিল ২০১৮ সালের ২৯ জুলাই। ধানমন্ডির গ্যালারি চিত্রকে ১২ দিনের সেই প্রদর্শনী সাজানো হয়েছিল তেল রং, জল রং, অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৫টি চিত্রকর্ম দিয়ে। এছাড়া ২০১৭ সালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনীর অন্যতম উদোক্তা ছিলেন তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables