Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

লাইফ সাপোর্টে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ৯ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

লাইফ সাপোর্টে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

ছবি- সংগৃহীত

লাইফ সাপোর্টে আছেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার জানান, ‘মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।’

এ দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে গুণী চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের হাত ধরেই। এ কারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়। ১ সেপ্টেম্বর ছিল তার ৮৯তম জন্মদিন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables