ছবি- সংগৃহীত
ঢাকার রাশিয়ান হাউস রুশ ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার উপকণ্ঠে একটি বিদ্যালয়ে আয়োজন করলো আর্ট সেমিনার। ২২শে আগষ্ট সকালে ঢাকা শহরের নিকটবর্তী পূর্বাচল নিউ টাউনের রূপগঞ্জ, নারায়ণগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রথম এই আর্ট সেমিনার অনুষ্ঠিত হয়।
রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দ্ভইচেনকভ্ রাশিয়ান পতাকা দিবসের ইতিহাস এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে পতাকার তিনটি রঙের তাৎপর্য ব্যাখ্যা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রাশিয়ান সংস্কৃতি, শিল্প এবং জনজীবন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এবং রাশিয়ান হাউসের পরিচালক আন্তরিকতার সাথে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেন। তরুণ শিক্ষার্থীরা রাশিয়ার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করে।
প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন রাশিয়ান হাউজের পরিচালককে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়া একটি পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু এবং বাংলাদেশ রাশিয়ার কাছে কৃতজ্ঞ। তিনি জানান তার স্কুল ঢাকায় রাশিয়ান হাউসের কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক। অনুষ্ঠানের শেষে, রাশিয়ান হাউসের পরিচালক সমস্ত শিক্ষার্থীদের ফুল উপহার দেন ও তাদের অনুরোধে আঁকা পতাকার পাতায় স্বাক্ষরিত অটোগ্রাফ দেন।
বিকেলে সেরোভ একাডেমি অব ফাইন আর্টসে দ্বিতীয় আর্ট সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং রাশিয়ার পতাকা দিবসের ইতিহাস এবং পতাকার তিনটি রঙের তাৎপর্য ব্যাখ্যা করেন।
তারপরে ছোট শিশু এবং কিশোররা উত্সাহের সাথে রাশিয়ার জাতীয় পতাকা, সাদা, নীল এবং লাল রঙের তেরঙা আঁকায় অংশ নেয়। ড্রয়িং প্রশিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন; দিবসটি উপলক্ষে তারা ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালককে অভিনন্দন জানান এবং অন্যান্য সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।