
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার একজন বিরোধী রাজনীতিবিদকে বুধবার তার অফিসে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।প্রতিবেদন অনুসারে, শ্রীলঙ্কার উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্থা বিক্রমাসেকারা (৩৮) ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন, ঠিক তখনই এক বন্দুকধারী ভেতরে ঢুকে রিভলবার দিয়ে একাধিক গুলি চালায়।
এসময় আর কোনো হiতাহতের ঘটনা ঘটেনি। তবে বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।হামলার উদ্দেশ্য স্পষ্ট না হলেও, ‘হত্যাকারীকে খুঁজে বের করার জন্য তদন্ত চলছে’ বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
বিক্রমাসেকারা বিরোধী দল এসজেবি’র সদস্য ছিলেন। দলটি ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সাথে তীব্র ক্ষমতার লড়াইয়ে জড়িয়েছে। জানা যায়, শ্রীলঙ্কায় এই বছর সহিংস অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই মাদক চক্র এবং সংগঠিত অপরাধের সাথে যুক্ত।
প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড।