Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৭ ১৪৩২, বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫

হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ল কার্গো বিমান, নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ২০ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ল কার্গো বিমান, নিহত ২

ছবি: সংগৃহীত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়েছে একটি কার্গো বিমান। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।রয়টার্স জানিয়েছে, সোমবার  স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ারএসি‌টি লিভারিযুক্ত বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়।বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে রানওয়ের পাশে থাকা একটি যানবাহন বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, এতে দুই কর্মী নিহত হয়েছেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশ সূত্রে জানিয়েছে।

দুর্ঘটনার পর বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি দুটি রানওয়ে চালু রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
র্ঘটনাটি তদন্তে হংকংয়ের এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি কাজ করছে বলে সিভিল এভিয়েশন বিভাগ জানিয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables