Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৭ ১৪৩২, বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫

ল্যুভর মিউজিয়ামে চুরি : পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ২০ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

ল্যুভর মিউজিয়ামে চুরি : পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

ফাইল ছবি

প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে নয়টার দিকে সুপরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটে। এতে একদিনের জন্য মিউজিয়ামটি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে মিউজিয়ামের সুরক্ষিত কাচ কেটে অ্যাপোলোন গ্যালারিতে প্রবেশ করে চোরের একটি দল। ওই গ্যালারিতেই ফ্রান্সের রাজ মুকুট ও অন্যান্য ঐতিহাসিক অলঙ্কার সংরক্ষিত আছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, মাত্র সাত মিনিটের মধ্যে চুরি করে ঐতিহ্যগতভাবে বেশকিছু অমূল্য গয়না নিয়ে পালিয়ে যায়। এটি অভিজ্ঞ কোনো চক্রের কাজ বলেই ধারণা করা হচ্ছে। চক্রটি অ্যাপোলোন গ্যালারির দুটি কাঁচের কেস টার্গেট করে এই অভিযান চালিয়েছে। তারা জাদুঘরের বাইরে চলমান নির্মাণ কাজের একটি এলাকা দিয়ে প্রবেশ করে। একটি ট্রাক এবং একটি পণ্যবাহী লিফট ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে এ কাজ করেছে তারা।

ধারণা করা হচ্ছে, এই চুরির সঙ্গে তিন বা চারজন সন্দেহভাজন জড়িত রয়েছে। পুলিশ তাদের পালানোর পথ জানে এবং তারা অন্য কোনো অপরাধী চক্রের সদস্য কিনা তা তদন্ত করা হচ্ছে।

ঘটনার পরপরই কর্তৃপক্ষ সব প্রমাণ সুরক্ষার জন্য এবং তদন্তকারী ও ফরেনসিক দলকে কাজের সুযোগ দিতে মিউজিয়ামটি সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করে। প্যারিসের প্রসিকিউটর এই চুরির তদন্ত শুরু করেছেন এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পালানোর সময় চোরেরা বাইরে একটি গয়না ফেলে গিয়েছে। বিখ্যাত এই মিউজিয়ামটি বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী-আকর্ষক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এখানে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা-সহ বহু বিখ্যাত শিল্পকর্ম রয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables