Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩ ১৪৩২, সোমবার ২০ অক্টোবর ২০২৫

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের বিষয়টি চূড়ান্ত হয়নি: রিজওয়ানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ১৯ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের বিষয়টি চূড়ান্ত হয়নি: রিজওয়ানা

ফাইল ছবি

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে রাত্রিযাপন করা যাবে কিনা, এ ব্যাপারে এখনো চূড়ান্ত করা হয়নি। পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বসে এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।রোববার সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

রিজওয়ানা বলেন, দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনায় ষড়যন্ত্র রয়েছে কিনা, প্রতিটি ঘটনার তদন্ত হবে। এর আগে এসব ঘটনা নাশকতা কিনা, এ ব্যাপারে মন্তব্য করা ঠিক নয়।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে, এ ব্যাপারে ৩১ অক্টোবরের মধ্যে সম্ভাব্য সুপারিশ দেবে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদে এনসিপিসহ যেসব রাজনৈতিক দল সই করেনি, তারাও জুলাই সনদে সই করবে বলে আশা করছি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables