Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

১০ উইকেটের সহজ জয় অস্ট্রেলিয়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ৩১ মার্চ ২০২৪

আপডেট: ১৫:০৫, ৩১ মার্চ ২০২৪

প্রিন্ট:

১০ উইকেটের সহজ জয় অস্ট্রেলিয়ার

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান করে বাংলাদেশ। রেকর্ডের পরও জয় পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরের উইকেটে টাইগ্রেসরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

রোববার (৩১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে অপরাজিত ৬২ রান করেছেন জ্যোতি।

জবাবে খেলতে নেমে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান করেছেন অ্যালিসা হিলি।

১২৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় বইয়ে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৩৪ বলে ফিফটি করেন হিলি। আরেক ওপেনার মুনি ব্যক্তিগত ফিফটি করতে খেলেছেন ৩৫ বল। দুই ওপেনারের জোড়া ফিফটিতে ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়েছিল বাজেভাবে। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার। তিনে নেমে ডাক খেয়েছেন সুবহানা মোস্তারিও। এই টপঅর্ডার ব্যাটার ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

২ রানে ২ উইকেট হারানোর পর দলকে তৃতীয় উইকেট জুটিতে মুর্শিদা খাতুন দলকে টেনে তোলেন জ্যোতি। চারে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক। ৫৭ বলে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ বলে ৬২ রান করে।

এছাড়া ২৭ বলে ২০ রান করেছেন মুর্শিদা। আর শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে ২৭ রান করেছেন ফাহিমা খাতুন। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer