Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

কেজি দরে বিক্রি করা যাবে না তরমুজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২১ মার্চ ২০২৪

প্রিন্ট:

কেজি দরে বিক্রি করা যাবে না তরমুজ

ফাইল ছবি

তরমুজ পিস হিসেবে ক্রয় করে কেজি দরে বিক্রি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

ভোক্তার ডিজি বলেন, বিক্রেতারা তরমুজ যেভাবে কিনবেন, সেভাবেই বিক্রি করতে হবে। কেউ পিস হিসেবে কিনলে তা কেজি দরে বিক্রির সুযোগ নেই। যিনি কেজি হিসেবে কিনবেন, তিনি কেজি হিসেবেই বিক্রি করবেন। তবে এর স্বপক্ষে পাকা ভাউচার থাকতে হবে। তা না হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

তরমুজের দাম অর্ধেকে নেমে আসবে জানিয়ে তিনি বলেন, যদি কেউ কেজি হিসেবে বিক্রি করেন, তাহলে ভোক্তারা যেন সেটা প্রত্যাখ্যান করেন এবং ভোক্তা অধিদপ্তরকে জানান। এ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা তরমুজ কিনে আনছেন পিস হিসেব। আর ঢাকায় এনে সেগুলো কেজি হিসেবে চড়া দামে বিক্রি করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer