Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

৯২তম অস্কার: সেরা সহ-অভিনেতা ব্র্যাড পিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

৯২তম অস্কার: সেরা সহ-অভিনেতা ব্র্যাড পিট

ঢাকা : ৯২তম অস্কার অ্যাওয়ার্ডের সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতে নিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতে নেন তিনি।সেরা এনিম্যাটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে ‘টয় স্টোরি ফোর’।

স্থানীয়র সময় রোববার লস আ্যাঞ্জলেসের ডলবি থিয়েটারে এ পুরস্কার ঘোষণা করা হচ্ছে। গেলবারের ধারাবাহিকতায় এবারও নেই কোনো সঞ্চালক।

এবারের আসরে সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে হোয়াকিন ফিনিক্স অভিনীত আলোচিত-সমালোচিত জোকার ছবিটি। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য আইরিশম্যান’, ‘নাইনটিন সেভেনটিন’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’- এই তিনটি ছবি।

সেরা অভিনেতার দৌড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যার নাম তিনি হলেন জোকার ছবির হোয়াকিন ফিনিক্স। এছাড়াও সেরা চলচ্চিত্রের অস্কারের জন্য সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ‘নাইনটিন সেভেনটিন’ এবং প্যারাসাইট ছবি দু’টির নাম।