
ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর খুশি নন এবং মস্কোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছেন। মঙ্গলবার এসব কথা জানান ট্রাম্প।বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘পুতিনের ওপর আমি খুশি নই কারণ পুতিন অনেক মানুষকে হত্যা করছেন।’
গত শুক্রবার, ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে টেলিফোনে তার ভালোভাবে যোগাযোগ হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্প বলেন, ‘আমরা পুতিনের উপর খুশি নই। আমি পুতিনের উপর খুশি নই। আমি আপনাকে এতটুকু বলতে পারি, কারণ তিনি অনেক মানুষকে হত্যা করছেন এবং তাদের মধ্যে বেশিরভাগই তার সৈন্য। তার সৈন্য যেমন আছে তেমনি ইউক্রেনের সৈন্যও আছে। এখন সপ্তাহে এই সংখ্যা ৭,০০০-এরও বেশি। সেজন্য আমি পুতিনের উপর খুশি নই।’
এদিকে, গত সপ্তাহে, পেন্টাগন ইউক্রেনে অস্ত্রের কিছু চালান স্থগিত করেছে। ট্রাম্প সেই স্থগিতাদেশে অনুমোদন দিয়েছেন কিনা সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
‘আমরা ইউক্রেনে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাতে চাই কারণ পুতিন মানুষের সাথে সঠিক আচরণ করছেন না। তিনি অনেক মানুষকে হত্যা করছেন। তাই আমরা ইউক্রেনে কিছু প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাচ্ছি, এবং আমি তা অনুমোদন করেছি।’
এদিকে, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য সিনেটে প্রস্তাবিত একটি বিলের প্রতি তার আগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ট্রাম্প বলেন, আমি এটিকে খুব জোরের সাথে দেখছি।