Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

২১ মার্চ থেকে বিমানের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ১৯ মার্চ ২০২০

প্রিন্ট:

২১ মার্চ থেকে বিমানের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট বন্ধ

ঢাকা : আগামি ২১ মার্চ শনিবার থেকে বিমানের কোনো ফ্লাইট ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচল করবে না।বৃহস্পতিবার এ কথা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।

তিনি বলেন, সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানের সিঙ্গাপুর ফ্লাইট বন্ধ থাকবে।বাংলাদেশিসহ সব দেশের যাত্রীদের সিঙ্গাপুরে প্রবেশের পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার শর্ত আরোপের কারণে সিঙ্গাপুর রুটে ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।

এর আগে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবর আমিরাতের দুবাই ও আবুধাবিতে ফ্লাইট বন্ধ রাখার কথা জানায় বিমান কর্তৃপক্ষ।

আজকের সিদ্ধান্তের কারণে ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানের আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলো মাত্র তিনটি রুটে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer