Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোবেল :মাথায় ৩০ সেলাই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২৩ এপ্রিল ২০২১

প্রিন্ট:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোবেল :মাথায় ৩০ সেলাই

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। শুক্রবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট‌্যাটাসে এ তথ‌্য জানান তিনি।

নোবেল তার কয়েকটি ছবিও ফেসবুকে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, অনেক রক্তক্ষরণ হয়েছে তার। বাম পাশের ভ্রুতে গভীর ক্ষত হয়েছে। এজন‌্য মোট ৩০টি সেলাই দিতে হয়েছে। তবে কোথায় এ দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাজধানীর কোনো সড়কে এ ঘটনা ঘটেছে।

ঘটনার বর্ণনা দিয়ে নোবেল লিখেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’

ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন নোবেল। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি। বর্তমানে মৌলিক গান নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন এই শিল্পী।