Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৬ ১৪৩২, মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ১ জুন ২০২০

প্রিন্ট:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ থাকায় রোববার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন তিনি। ফল পজিটিভ এসেছে।

মাইদুল ইসলাম বলেছেন, বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মাইদুল ইসলাম করোনাভাইরাসের প্রেক্ষাপটে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের সদস্যসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর কাজের বড় অংশই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অনুষ্ঠান গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা।

মাইদুল ইসলাম ছাড়া আরও দুটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

Walton
Walton