Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ৪০৯ যাত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ১৭ মার্চ ২০২০

প্রিন্ট:

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ৪০৯ যাত্রী

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সব ফ্লাইট দুই সপ্তাহের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে সৌদি আরবে ওমরাহ পালন শেষে আটকে পড়া ৪০৯ জন যাত্রী নিয়ে দেশের পথে রওয়ানা হয়েছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি-২৩৬।

মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে জেদ্দা বাদশা আবদুল আজিজ বিমানবন্দর থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে রওয়ানা হয় বিশেষ ফ্লাইটটি।জেদ্দায় কর্মরত বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামসুল হুদা এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

যাত্রীদের অধিকাংশই উমরাহ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় আটকে পড়া বাংলাদেশি।

Walton
Walton