Bahumatrik :: বহুমাত্রিক
 
১৭ অগ্রাহায়ণ ১৪২৭, মঙ্গলবার ০১ ডিসেম্বর ২০২০, ৩:০১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন ৪০০ পর্যটক


২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার, ০৭:৪৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন ৪০০ পর্যটক

বৈরি আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে পর্যটন নগরী কক্সবাজারে মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। আর লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।

সাগর উত্তাল থাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।