Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

সারাদেশে রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

সারাদেশে রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে

সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য বেড়ে গরমও একটু বাড়তে পারে। শুক্রবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় কোথায় কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আগামী ৭২ ঘণ্টায় রাতের তামপাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবারের সর্বোচ্চ ও শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রার তথ্য জানিয়েছে অধিদপ্তর। এতে দেখা গেছে, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables