
ছবি- সংগৃহীত
৭৫ বছরে পা দিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২৮ সেপ্টেম্বর তাঁর ৭৫ তম জন্মদিন। চার দশক ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে ড. মোফাখ্খারুল ইকবালের লেখা একটি বই এর মোড়ক উন্মোচন করলেন পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতায় তার নিজের বাসভবনে ‘Sheikh Hasina: The Story of a Blossoming Bangladesh` শীর্ষক এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইয়ের সম্পাদক ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব ড. মোফাখ্খারুল ইকবাল, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর প্রমূখ।
বইটিতে ১৫ টি প্রবন্ধ রয়েছে। ডক্টর চিন্ময়ী গুহ, পবিত্র সরকার, তরুণ গাঙ্গুলী, মানস ঘোষ, অমল সরকার সহ আরও বিশিষ্ট লেখক এবং প্রাবন্ধিক এই বইয়ে শেখ হাসিনার জন্য কলম ধরেছেন। শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে এই বইটি উদ্বোধন করতে গিয়ে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্য সরকারের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেন।
এই বইটিতে শেখ হাসিনার সংগ্রামী জীবন এবং উন্নয়নের দৃষ্টিভঙ্গি খ্যাতিমান লেখকদের মূল্যায়নে তুলে ধরা হয়েছে। শত বাধা-বিপত্তি এবং হত্যার হুমকি সত্ত্বেও কিভাবে একজন শেখ হাসিনা সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য অবিচল থেকে সংগ্রাম চালিয়ে এসেছেন তার অনুপুঙ্খ বিবরণ বিধৃত হয়েছে এখানে।
বহুমাত্রিক.কম