Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ

ছবি- সংগৃহীত

ঢাকা : যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একজন নারীকে নিজেদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি আরব।রোববার যুক্তরাষ্ট্রে নিযুক্ত শীর্ষ কূটনৈতিক হিসেবে প্রিন্সেস রীমা বিনতে বন্দর আল সৌদের নাম ঘোষণা করেছে সৌদি।

ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয় সৌদি আরবের। এরই জের ধরে প্রিন্সেস রীমাকে বাদশাহ সালমানের ছেলে প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদের স্থলাভিষিক্ত করা হয়েছে। অন্যদিকে প্রিন্স খালিদকে সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রীর পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রিন্সেস রীমার বাবা বন্দর বিন সুলতাল আল সৌদ দীর্ঘসময় ধরে যুক্তরাষ্ট্রে সৌদির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেছেন। তবে যুক্তরাষ্ট্র ও সৌদির সম্পর্ক উন্নয়নের জন্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে রীমাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer