Bahumatrik :: বহুমাত্রিক
 
১৩ জ্যৈষ্ঠ ১৪২৭, বুধবার ২৭ মে ২০২০, ৬:৫৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোর জেলা বিএনপির ২৫০ সেট পিপিই প্রদান


০৮ এপ্রিল ২০২০ বুধবার, ১২:২৪  এএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোর জেলা বিএনপির ২৫০ সেট পিপিই প্রদান

যশোর : চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিকদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য আড়াইশ` সেট পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে যশোর জেলা বিএনপি। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রেসক্লাব যশোরের মাধ্যমে এসব পিপিই প্রদান করা হয়।

এদিন প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল যশোর কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এসয় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের কাছে চিকিৎসক, নার্সদের সুরক্ষার জন্য ১০০ সেট পিপিই দেন তারা। বিএনপি নেতারা এরপর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন শিকদারের কাছে পুলিশের জন্য ১০০ সেট পিপিই প্রদান করেন।

পরে তারা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জন্য ৫০ সেট পিপিই হস্তান্তর করেন। প্রেসক্লাবের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন সহসভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, দপ্তর সম্পাদক তৌহিদ জামানসহ অন্যান্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য আলহাজ মিজানুর রহমান খান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।