Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩২, বুধবার ২২ অক্টোবর ২০২৫

যশোরে আরও ৪২ জনের করোনা শনাক্ত

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৮, ২৯ জুন ২০২০

প্রিন্ট:

যশোরে আরও ৪২ জনের করোনা শনাক্ত

যশোর : যশোরে ১৪২ নমুনা পরীক্ষায় ৪২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে যশোরে ৫৫৫ জন কোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১০ জন। সোমবার (২৯ জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছেন।

যশোর সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, শনাক্ত ৪২ জনের মধ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এরমধ্যে সদর উপজেলায় ২৭ ও চৌগাছা উপজেলায় রয়েছেন ২ জন । অন্য উপজেলার ফলাফল বাচাইয়ের কাজ চলছে।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যশোরে ৪২ জন ছাড়াও মাগুরা জেলার ৪২ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, বাগেরহাট জেলার ৬৩ নমুনা পরীক্ষায় ৭ জন ও সাতক্ষীরা জেলার ৩০ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে। সবমিলিয়ে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা পজিটিভ এবং ২০৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছে মেইলে পাঠিয়ে দেয়া হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables