Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

মিরসরাইয়ে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ৪ এপ্রিল ২০২১

প্রিন্ট:

মিরসরাইয়ে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে সুজন চন্দ্র মন্ডল নামে এক সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দশটায় উপজেলা সদরে অবস্থিত তার ব্যক্তিগত অফিসের দরজা ভেঙ্গে ভিতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। সুজন চন্দ্র মন্ডল দৈনিক ইত্তেফাকের মিরসরাই সংবাদদাতা।

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশগুপ্ত জানান, সাংবাদিক সুজনকে সারাদিন না দেখে ও অফিসের দরজা ভেতর থেকে বন্ধ দেখায় তার বন্ধুরা থানায় খবর দেয়। পরবর্তীতে রাতে পুলিশ সুজনের ব্যক্তিগত অফিসের দরজা ভেঙ্গে দেখতে পায় অফিসের আড়ায় তার লাশ ঝুলছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।সুজন চন্দ্র মন্ডল মিরসরাইয়ের প্রবীণ সাংবাদিক নিরোধ বরণ মন্ডলের ছেলে। তিনি মিরসরাই পৌরসভার বাকখোলা গ্রামের বাসিন্দা। তার ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।