২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার, ১০:২০ এএম
বহুমাত্রিক ডেস্ক
আজ প্রখ্যাত মহাকবি কায়কোবাদের ৭১তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৫১ সালে ২১ জুলাই মৃত্যুবরণ করেন। কায়কোবাদ জন্মগ্রহণ করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে। ১৮৭০ সালে মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়।
১৯০৪ সালে তার মহাকাব্য মহাশ্মশান রচনা করে তিনি মহাকবি উপাধি লাভ করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজ এলাকা আগলা ডাকঘরে চাকরি করেছেন।
১৯২৫ সালের ২ সেপ্টেম্বর ‘নিখিল ভারত’ সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদ কাব্যভূষণ ও সাহিত্য-রত্ন উপাধিতে ভূষিত তিনি।
ছাত্রজীবন থেকেই কায়কোবাদের কাব্যচর্চা শুরু হয়। অশ্রুমালা, অমিয় ধারা, প্রেমের ফুল, প্রেমের বাণী, গাওছ পাকের প্রেমের কুঞ্জসহ তার বহু সংখ্যক কবিতা রয়েছে।
মহাকবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বাদ যহুর আজিমপুর কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছে এলাকা ভিত্তিক সংগঠন মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।