Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩ ১৪৩২, রোববার ১৮ জানুয়ারি ২০২৬

বিশবকাপ ফুটবল ২০১৪

ভাইরাসে আক্রান্ত দক্ষিণ কোরিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ৬ জুন ২০১৪

আপডেট: ২৩:৩৭, ৬ জুন ২০১৪

প্রিন্ট:

ভাইরাসে আক্রান্ত দক্ষিণ কোরিয়া

চোট নেই, তবে অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় ও সমর্থকদের। দলের বেশ কয়েকজন সদস্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ব্রাজিল রওনা হওয়ার আগে মিয়ামিতে বিশেষ অনুশীলন ক্যাম্প করছে দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের গরম আর আর্দ্রতার সঙ্গে মানিয়ে নেয়ার সেই অনুশীলনেই অসুস্থ হন খেলোয়াড়রা।দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা কোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা এখনো জানা যায়নি; তবে গরম ও আর্দ্রতার ওঠানামাও এই অসুস্থতার কারণ হতে পারে বলে মনে করছেন দলটির কর্মকর্তারা।

আগামী সোমবার ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচ আছে দক্ষিণ কোরিয়ার।

১৭ জুন কুইয়াবায় রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ কোরিয়ার ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘এইচ’ গ্রুপে বাকি দুটি ম্যাচে তারা খেলবে আলজেরিয়া ও বেলজিয়ামের বিপক্ষে।

 

Walton
Walton