Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বুধবার ০৭ জানুয়ারি ২০২৬

বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু ভিস্তারার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ৫ নভেম্বর ২০২০

প্রিন্ট:

বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু ভিস্তারার

আজ থেকে ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করছে ভারতের ভিস্তারা এয়ারলাইন্স।বৃহস্পতিবার দুপুর দেড়টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভিস্তারার ফ্লাইট উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ভিস্তারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এস তৌহিদ উল আহসান।

উদ্বোধনের পর ঢাকা থেকে প্রথমবারের মতো দিল্লি যাবে ফ্লাইটটি। এয়ারবাবল চুক্তির আওতায় আপাতত সপ্তাহে দুই দিন (রবিবার ও বৃহস্পতিবার) দুটি ফ্লাইট চলাচল করবে ভিস্তারার।

 

Walton
Walton