
ছবি- বহুমাত্রিক.কম
১৯৭১ সালের ১৪ মে মুক্তিযুদ্ধকালে গাজীপুরের বাড়িয়ায় সংঘটিত গণহত্যার ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিবেশ থিয়েটার করার মহড়া শুরু হয়েছে। এর প্রস্তুতি পর্বে গত ২ অক্টোবর থেকে গাজীপুর জেলা শিল্পকলায় শুরু হওয়া মাসব্যাপী কর্মশালায় স্থানীয় নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। শনিবার চলে তৃতীয় দিনের কর্মশালা।
জেলা সাংস্কৃতিক কর্মকর্তা শারমীন জাহান জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সারাদেশের ৬৪ জেলায় গণহত্যার ঘটনা নিয়ে পরিবেশ থিয়েটার করার এ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে গাজীপুরেও মহড়া শুরু হয়েছে। নির্দেশক হিসেবে নাট্যচক্রের জুনায়েদ হোসেন কাজ করছেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন শাহজাহান শোভন।
একাডেমি কর্তৃপক্ষ জানান, ২০১৬ সালের ১৬ ডিসেম্বর ‘বাড়িয়া গণহত্যা’ নিয়ে বহুমাত্রিক.কম-এ প্রকাশিত সৈয়দ মোকছেদুল আলম (লিটন)- এর গবেষণা ও তথ্যনির্ভর সরেজমিন এক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পরিবেশ থিয়েটারের নাট্যরূপ দেওয়ার কাজ চলমান আছে। পরিবেশ থিয়েটারের সমন্বয়ক জেলা শিল্পকলার নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক জানান, আগামী ১২ নভেম্বর ঘটনাস্থল বাড়িয়ায় নাটকটি পরিবেশনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
বহুমাত্রিক.কম