Bahumatrik :: বহুমাত্রিক
 
২০ শ্রাবণ ১৪২৭, মঙ্গলবার ০৪ আগস্ট ২০২০, ১০:২৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাদলের শূন্য আসনে নৌকার টিকিট মোছলেমের হাতে


১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার, ১২:১৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


বাদলের শূন্য আসনে নৌকার টিকিট মোছলেমের হাতে

ঢাকা : সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য ঘোষিত চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।সোমবার সন্ধ্যায় এ উপ-নির্বাচনে মনোনায়নপ্রত্যাশী পাঁচ প্রার্থীকে নিয়ে গণভবনে এক রুদ্ধদ্বার বৈঠকে শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। এ আসনে আগামী ১৩ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দীন আহমেদ ১৯৭২ সালে ছাত্রলীগ চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বাবুর মৃত্যুর পর মোছলেম উদ্দিন আহমেদ সাত বছর ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।