Bahumatrik :: বহুমাত্রিক
 
১৫ ফাল্গুন ১৪২৬, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১:৪৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাকৃবিতে ময়মনসিংহ সমিতির নতুন কমিটি


২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার, ১২:৩০  পিএম

আতিকুর রহমান, বাকৃবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বাকৃবিতে ময়মনসিংহ সমিতির নতুন কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থানরত ময়মনসিংহের স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীর সংগঠন “ময়মনসিংহ জেলা সমিতির” ২০১৯-২০ বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে সভাপতি হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক হিসেবে উদ্যনতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ মারুফ আহমেদ মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া নবগঠিত কমিটিতে, কোষাধ্যক্ষ ড. নাসরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান নাদিম ও মো. সাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ওয়াহিদুল মজিদ সিয়াম, দপ্তর সম্পাদক শান্তনু আচার্য, অর্থ সম্পাদক এম. এইচ. সরকার রিফাত, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক চৌধুরী, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান রুবেল, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবুল মামুন এবং সাংস্কৃতিক সম্পাদক রাজীব বিশ্বাসসহ শতাধিক সদস্য রয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।